Image description

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলার সময় সাগর মিয়া (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবক প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

মুন্সেফপাড়া এলাকায় ঘটা এ ঘটনায় গুলিবিদ্ধ সাগর পৌর এলাকার ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মুন্সেফপাড়া এলাকার খ্রিস্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সাগর। এ সময় মুন্সেফপাড়া এলাকার কিছু যুবক দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায়।

এ সময় সাগর গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। কারা এই হামলার পেছনে জড়িত তা জানতে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে।