Image description
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের অংশ।
 
সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন।
 
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, হামলার বিষয়ে আগেই নিরাপত্তাহীনতার কথা প্রকাশ্যে জানানোর পরও রাষ্ট্রের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।
 
রাজধানী থেকে গ্রাম পর্যন্ত যেসব এলাকায় অবৈধ অস্ত্রধারীরা অবস্থান করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।