ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গরো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরা হলো- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের ফিলিপের মামা শ^শুর বেঞ্জামিন চিরান (৪৫) ও ঘনিষ্ঠ বন্ধু নিকোলাস রেমার ছেলে চিসল নেংমিনজা (২৮)।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের আটকের পর রাতে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
এর আগে ময়নসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রাস্তাঘাটগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা খ্রিস্টান মিশন সংলগ্ন আন্দারুপাড়া শ্বশুরবাড়িতে অবস্থানরত এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়।
এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী হিসেবে ফিলিপের দুই সহযোগী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বেঞ্জামিন চিরান (৪৫) ও চিসল নেংমিনজাকে (২৮) আটক করা হয়।