উত্তরের জেলা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শুরু হয়েছে আগাম আলু উত্তোলন। মাঠজুড়ে এখন কৃষকদের ব্যস্ত সময় পার হচ্ছে। ভোর থেকেই চলছে আলু তোলা, বাছাই ও বাজারজাত করার প্রস্তুতি। চলতি রবি মৌসুমে আগাম আলুর উৎপাদন ভালো হওয়ায় বাজারে দাম তুলনামূলক সহনীয় রয়েছে। এতে কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুম ২০২৫–২৬ এ উপজেলায় মোট ১৫৫ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে।
জাতভিত্তিক আবাদ— গ্রানুলার ২৯ হেক্টর, ডায়মন্ড ৬৯ হেক্টর, কার্ডিনাল ২৩ হেক্টর, কারেজ ৯ হেক্টর, সানসাইন ৭ হেক্টর, বারি আলু(–৮৬) ১ হেক্টর, মিউজিকা ৫ হেক্টর, রোমানিয়া ৭ হেক্টর ও সাগিটা ৫ হেক্টর।
উপজেলার কৃষক বদরুদ্দোজা (বাপন) বলেন, এবার সাগিটা জাতের আগাম আলু ৬ বিঘা জমিতে চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তবে দাম কিছুটা কম। বর্তমানে কেজিপ্রতি প্রায় ২৩ টাকা দরে বিক্রি করছি। খরচ অনুযায়ী লাভ খুব বেশি হবে না।
আরেক কৃষক জানান, উৎপাদন ভালো হলেও সার, বীজ ও শ্রমিক খরচ বাড়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। কৃষকদের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।