Image description

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে বিতর্কিত এই সাংবাদিককে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে আল্টিমেটাম দিয়েছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।

রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ডিবি হেফাজতে নেওয়ার পর এমনটি জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী। এর আগে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি আমার দেশকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ, আনিস আলমগীরের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে বিশোদগার ও জুলাই বিপ্লবে গণহত্যার পক্ষে নানা ধরনের পোস্টের অভিযোগে অনেক ধরে তাকে গ্রেপ্তারের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এ ছাড়াও ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়ি ও অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় নির্মিত গণভবন জাদুঘর আওয়ামী লীগ গুড়িয়ে দিবে বলে মন্তব্য করেছিলেন আনিস আলমগীর।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকি কি-না জানি না। আপনি লিখে রাখেন, এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে না! আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে- প্রথম যেটা ভাঙবে, সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ, আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন।

উল্লেখ, আনিস আলমগীর বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিতি। শেখ হাসিনার আমলে আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেন।