Image description
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০১৮ সালের জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য। এ ধরনের হত্যাযজ্ঞে দেশের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ হত্যাকাণ্ডের প্রমাণ স্বীকৃত হয়েছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড হয়েছে। সরকার চাইছে, তাদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করা হোক। যাদের হাতে রক্ত লেগেছে, তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে বিচার করতে হবে। এটি শহীদদের প্রতি সরকারের অঙ্গীকার।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনের আগে সরকারের হাতে সময় সীমিত থাকলেও সকল চেষ্টা করা হবে। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, তিনি দেশে ফিরুক এবং নির্বাচনে অংশ নিক। সরকারের লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে।

 

অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।