বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শাশুড়ি খালেদা জিয়ার পাশে অবস্থানের আড়াই ঘণ্টা পর তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ধানমন্ডিতে মায়ের বাসভবনের দিকে রওনা হন। এর আগে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতাল থেকে বের হয়ে তিনি ধানমণ্ডিতে মায়ের বাসায় যাচ্ছেন এবং সেখানেই থাকবেন বলে জানা গেছে।
এর আগে লন্ডন থেকে উড়োজাহাজে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণের পর ডা. জোবাইদা রহমান ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি রওয়ানা হন এভারকেয়ার হাসপাতালের পথে। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।