Image description
 

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া (২৫) নামক এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

 

এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর একই গ্রামের উছমান আলীর ছেলে আরফান আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে বুড়দেও গ্রামের ইউনূসের জামার পকেট থেকে টাকা চুরি হয়। চোর সন্দেহে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী জালালকে নদীতে একটি নৌকায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আটক করে একই গ্রামের ইউনূস আলী ও তার সহোদর আরফান আলীসহ কয়েকজন। এরপর তাকে রশি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।

 

জিজ্ঞাসাবাদে দৃষ্টি প্রতিবন্ধী জালাল পুলিশকে জানায়, আমি ঘুমে ছিলাম। ইউনুস ও তার ছেলে আমাকে ঘুমের মধ্যে পেয়ে বেঁধে নিয়ে আসে। এরপর আমাকে গাছে ঝুলিয়ে নির্যাতন করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, নির্যাতনের শিকার দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় এসে আমাকে অবগত করেন। তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরফান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।