Image description
 

দেশে আসছেন খালেদা জিয়ার পুত্রবধু ডাক্তার জুবাইদা রহমান। তিনি দেশে আসার পর পরই খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওয়ানা দিবেন। জানা গেছে, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছাতে আগামীকাল সকাল সাড়ে আটটা বাজতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার লন্ডন যাওয়া কথা জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।

তিনি জানান, দেশের এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আলোকে, সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি নির্ধারিত হাসপাতালের সঙ্গে যোগাযোগও হয়েছে।

শীর্ষনিউজ