Image description
 

দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই ট্রেনের যাত্রীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ৪টা ৫০ মিনিটের দিকে পিয়ারপুর স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পিয়ারপুর এলাকায় পৌছলে 'ঢ' ও 'ণ' দুটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি ট্রেন চালক বুঝতে পেরে ট্রেন থামান। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পরে। কিছু যাত্রী অন্য পরিবহন দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

দেওয়ানগঞ্জ উপজেলার কামরুল ইসলাম নামে ট্রেনের যাত্রী বলেন, হঠাৎ করেই একটা শব্দ হয় ট্রেন দাঁড়িয়ে যায়। পরে শুনি বগির নাট খুলে গেছে। এখন আর ঢাকায় সঠিক সময়ে পৌঁছাতে পারবো না।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ৪টা ৫০ মিনিটের দিকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে মেরামতের জন্য টেকনিশিয়ান আনা হচ্ছে। আশা করি খুব দ্রুত সমাধান হবে।

শীর্ষনিউজ