সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে দিরাইয়ে যুব-গণ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত যুব-গণ সমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করতে ইতোমধ্যেই দিরাই-শাল্লায় ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
জানা গেছে, সমাবেশ শুক্রবার বেলা ২টায় থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। অতিথি হিসেবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মো. শাহিনুর রহমান উপস্থিত থাকবেন।
এদিকে, যুব-গণ সমাবেশকে সফল করতে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ দিরাই-শাল্লার সর্বত্র গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, এটি হবে দিরাইয়ের ইতিহাসে একটি বৃহত্তম সমাবেশ। সমাবেশ সফল করার লক্ষ্যে দিরাইবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।