ক্যাম্পাস বন্ধের আড়ালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সেক্রেটারি ও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ।
আজ সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে আরিফ বলেন, ‘ভূমিকম্প একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ, এর আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব নয়। তবে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকা জরুরি। শহরাঞ্চলে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, ভূমিকম্পের সময় ঠান্ডা মাথায় আশ্রয় গ্রহণ, উদ্ধার ও প্রতিরোধমূলক ব্যবস্থা, এসবেই জোর দেওয়া উচিত। কিন্তু এসব অবহেলা করে প্যানিক ছড়িয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক নয়।’
তিনি বলেন, ‘ভূমিকম্পের ভীতি এখন অনেকটাই কেটে গেছে, তবুও জকসু নির্বাচন বানচাল করতে একটি পক্ষ বারবার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার অপচেষ্টা চালাচ্ছে। একই গোষ্ঠী পূর্বনির্ধারিত ২৭ নভেম্বরও নির্বাচন ঠেকাতে চাপ সৃষ্টি করেছিল। তাদের ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী প্রশাসন আবারও নির্বাচন বিলম্বের পথে হাঁটছে, বিষয়টি আজ আর গোপন নয়।’
শিবির সেক্রেটারি বলেন, ‘জরাজীর্ণ ভবন সংস্কার জরুরি, তবে একাডেমিক কার্যক্রম থামিয়ে রাখা সমাধান নয়। নীরিক্ষা রিপোর্ট শিক্ষার্থীদের কাছে প্রকাশ করতে হবে, অনলাইনে ক্লাস ও বিকল্প পরীক্ষা ব্যবস্থা গ্রহণ যেতে পারে। প্রয়োজনে শহীদ সাজিদ ভবনে পরীক্ষাও নেওয়া সম্ভব। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকা উচিত, ভয় ছড়িয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা নয়।
আমাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে ক্যাম্পাস খুলে দিতে হবে। জকসু নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই শিক্ষার্থীরা মেনে নিবে না। ১৬ হাজার শিক্ষার্থীর স্বপ্নকে কেউ বন্ধক রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’