Image description

মৌখিক আদেশে ঠিকাদার নিয়োগ ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ার কথা সরকারি তদন্তেই স্বীকার করা হয়েছে তবু অভিযুক্ত কর্মকর্তাকে ‘সন্তোষজনক জবাব’ দেখিয়ে অব্যাহতি দিয়েছে রাজউক। সরকারি স্মারক ও তদন্ত সুপারিশে গুরুতর প্রশাসনিক অনিয়মের প্রমাণ থাকার পরও দায়মুক্তির এই সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলেছে : তাহলে তদন্তের উদ্দেশ্য কী- দায় নির্ধারণ, না ধামাচাপা?