প্রবাসী শ্রমিকরা যেন কম খরচে আকাশপথে ভ্রমণ করতে পারে—এ বিষয়টি বিবেচনা করার জন্য বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইএডিল-এর ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমান উপদেষ্টা বলেন, লো-কস্ট ক্যারিয়ার বা বাজেট বিমান সংস্থাগুলোর প্রাথমিক ভাড়া কম হলেও সিট নির্বাচন, খাবার, পানীয় এবং লাগেজের মতো সুবিধার জন্য আলাদা ফি নেওয়ায় শেষ পর্যন্ত যাত্রীদের খরচ বেড়ে যায়। এ কারণে প্রবাসীদের জন্য ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণে বিমান সংস্থাগুলোর প্রতি তিনি আহ্বান জানান।
এয়ারলাইন ফ্লাইএডিল আগামীকাল বুধবার থেকে জেদ্দা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে সংস্থাটি।
প্রাথমিকভাবে সংস্থা সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট এফ-৩ ৯১১২ স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে, আর ফিরতি ফ্লাইট এফ-৩ ৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুপুর ১টায় উড়বে।