Image description

গাজীপুর মহানগরীর পুবাইল কুদাব পশ্চিমপাড়া এলাকায় আব্দুর রহমানের মালিকানাধীন একটি তুলার গোডাউনে রবিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই গোডাউনের তুলা ও অন্য মালপত্র ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং মালপত্র সরিয়ে নিতে সরাসরি অংশ নেন পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান।

তিনি নিজ হাতে ও মাথায় তুলার বস্তা বহন করে বাইরে এনে উদ্ধারকাজে অংশ নেন তিনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের তীব্র ধোঁয়া ও ভয়াবহতার কারণে স্থানীয়রা গোডাউনে ঢুকতে ইতস্তত করছিল। ঠিক সেই সময় ওসি মোল্লা খালিদ হাসান নিজে মাথায় বস্তা নিয়ে বের হতে শুরু করলে এলাকার লোকজন সাহস পায় এবং দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে।

এতে বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘ওসি সাহেব নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছেন—এটা সত্যিই বিস্ময়কর। তার কারণে আমরা অনেক মালপত্র বাঁচাতে পেরেছি।’

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন জানায়, খবর পাওয়ার পর তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক বলেন, ওসি স্যার নিজেই প্রথম মাথায় তুলার বস্তা নিয়ে বের হতে শুরু করলে সবাই তাকে অনুসরণ করে। তিনি অন্যান্যের সাহস জোগাতেই আগে এগিয়ে যান।