Image description

পিরোজপুরের নাজিরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ যুবদল কর্মী রিয়াজ শেখকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর সিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

page-top-ad
 

রিয়াজ ওই উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল গ্রামের মরহুম দেলোয়ার শেখের পুত্র।

 

পুলিশ ও সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া এলাকার অলি গাজী নামের এক যুবকের বাসা থেকে ওই যুবদল কর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশ সোপর্দ করেন। এ সময় তার সাথে দুই নারীও ছিলেন।

 

স্থানীয়রা জানায়, রিয়াজ অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। অলি গাজী দৌড়ে পালিয়ে গেলেও রিয়াজ শেখকে ধরতে সক্ষম হই।

 

দলীয় একটি সূত্রে জানা যায়, রিয়াজ শেখের এ অপকর্মে আশ্রয়দাতা হিসেবে পরিচিত নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন।

 

এ বিষয়ে নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম জানান, রিয়াজ শেখ যুবদলের কমিটিতে নেই। বিভিন্ন সময় তাকে আপনারদের প্রোগ্রাম করতে দেখা যায় বললে তিনি জানান, তিনি সাধারণ কর্মী। এমন অভিযোগ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, রিয়াজ শেখ নামের এক যুবকে অসামাজিক কার্যকলাপের অভিযোগেেআটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।