Image description
 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় জিডি করেছেন সমন্বয়ক। 

 

জানা যায়, উপজেলার চরশিহারীস্থ মোহাইমিনের বাড়ির দেয়ালে সোমবার রাতে লাল কালি দিয়ে লিখে রাখে ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হও’। কে লিখেছে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এরপর থেকেই মোহাইমিন ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে। মোহাইমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি ইউএনও এবং পুলিশ সুপারকে অবহিত করার পর থানায় জিডি করেছি।