জুলাই গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। রায় ঘোষণার আগের রাত থেকে গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহন, গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল, গোপালগঞ্জ, মৌলভীবাজারে সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জে স্কুল বাসে আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান তাজেস (৪৫) তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার মারা গেছেন।
সতর্ক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী : এদিকে গতকাল রায়ের পরও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার রয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, নাশকতা, চোরাগোপ্তা হামলা ঠেকাতে দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আইন-শৃঙ্খলা রক্ষ বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষ বাহিনীর চার স্তরের নিরাপত্তাব্যবস্থা চোখে পড়ে।
গ্রেপ্তার ১৭১২ : পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১২ জনকে গ্রেপ্তার করা হয়।
বাসচালকের প্রাণহানি : স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার মারা গেছেন মানিকগঞ্জে স্কুল বাসে আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান তাজেস (৪৫)। গতকাল সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান। এ তথ্য জানিয়েছেন শিবালয় থানার ওসি এস এম আমানউল্লাহ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়ায় গত বৃহস্পতিবার রাতে পার্ক করে রাখা দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে আগুন দেওয়া হয়। ওই সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ দগ্ধ হন। নিহত পারভেজের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বারাইভিকরা গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পারভেজের লাশ মানিকগঞ্জের তাঁর বাড়িতে এসে পৌঁছায়নি। এদিকে গত রবিবার রাত সাড়ে ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আহত হন রিকশাচালক সাগর ও নবীন। তবে তাঁরা আশঙ্কামুক্ত রয়েছেন।
গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় আগুন লাগানোর ঘটনা ঘটছেই। গত রবিবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পটুয়াখালী জেলার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে মহাসড়কের পাশে ডিবুয়াপুর শাখায় আগুন লাগানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাংক কার্যালয়ের পুরনো গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া প্রায় একই সময়ে বগুড়ার ধুনটের গোসাইবাড়ি বাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগানো হয় । দুর্বৃত্তরা ব্যাংকের বারান্দায় ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেয়। তাতে ব্যানারটি পুড়ে যায়। গ্রামীণ ব্যাংক বগুড়ার ধুনটের গোসাইবাড়ি শাখার নৈশপ্রহরী শহিদুল ইসলাম জানান, গত রবিবার রাত ৩টায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে প্লাস্টিকের বোতলে তৈরি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তারপর আগুনে ব্যাংকের প্রধান গেটের ভেতরে থাকা একটি ব্যানার, চেয়ার ও বেঞ্চ পুড়ে যায়। আগুন দেওয়ার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন : গতকাল সোমবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার মেদিআশুলাইয়ে একটি এক্সকাভেটরেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
গাড়িতে আগুন : গত রবিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর জামায়াত নেতা ফজলু মোল্লার মালিকানাধীন পিকআপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার লাগোয়া হায়দারপুলে এ ঘটনা ঘটে। গত রবিবার দিবাগত রাত দেড়টায় সিলেট মহানগরের আখালিয়া নবাবী জামে মসজিদসংলগ্ন এলাকায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এটিকে অনেকে নাশকতা বলেও মনে করছে। গত রবিবার রাত প্রায় ১১টায় সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে বাসে আগুন, সড়কে টায়ারে অগ্নিসংযোগ : চট্টগ্রামের বিভিন্ন স্থানে রবিবার দিনগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বাসে, ভূমি কার্যালয়ের সাইনবোর্ডে আগুন, সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে পতেঙ্গা থানার জিএম গেট এলাকার সামনে পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে।
গতকাল ভোরে জেলা প্রশাসনের সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে সাইনবোর্ডটি পুড়ে গেলেও কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি। গতকাল ভোরে হাটহাজারী উপজেলার কাটিরহাট সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। বলেন, কাটিরহাট সড়কে ও রেললাইনে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একই সময়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো সরিয়ে দেয়।

মহাসড়ক অবরোধ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হওয়ার প্রতিবাদে গতকাল বিকেল ৩টায় গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তার আগে গতকাল সকাল ৮টা থেকে আধ ঘণ্টা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তাঁরা। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়।
এদিকে বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর মুন্ডপাশায় বড় গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রবিবার রাত ২টার দিকে শুরু হওয়া এ অবরোধে বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। মৌলভীবাজার জেলার রাজনগরে থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বেশ কয়েকটি গাছ ফেলে অবরোধ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। গতকাল সোমবার ভোর রাতে গাছ কেটে ফেলা হলেও সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন গাছ সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
খুলনায় শেখবাড়িতে আগুন : খুলনায় শেখবাড়ির ভাঙা অংশে গতকাল আবারও আগুন দিয়েছে ছাত্র-জনতা। পাশাপাশি বুলডোজার দিয়ে বাকি অংশ ভাঙার চেষ্টা করা হয়েছে। বিকেলে নগরীর শের-এ-বাংলা রোডের ওই বাড়িতে ছাত্র-জনতা এ ভাঙচুর চালায়। এর আগে গত বছরের ৪ ও ৫ আগস্ট কয়েক দফায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় শেখবাড়ি। এর ছয় মাস পর গত ৫ ও ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটির কিছু অংশ।
উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন : রাজধানীর উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে গতকাল সন্ধ্যায় আগুন দেয় উত্তেজিত জনতা। সেখানে আগুনে একটি প্রাইভেট কার পুড়ে গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন ছিল। এ সময় পাশের দোকানেও আগুন ছিল। আমাদের দুটি ইউনিট দোকানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে গতকাল রাতে রাজধানীর নিউমার্কেট, ধানমণ্ডি ২৭ ও মিরপুর এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন রিকশাচালক আহত হন।