Image description

‘আমার জীবন্ত বুকের ধনকে যেভাবে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে হাসিনার মৃত্যু হলে সবচেয়ে বেশি শান্তি লাগতো’ বলে জানিয়েছেন জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম।

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর শোনার পর একথা বলেন তিনি।

সোমবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিনা বেগম বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়ার পর আমার কলিজা ঠাণ্ডা হবে। আমার জীবন্ত বুকের ধনকে যেভাবে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে হাসিনার মৃত্যু হলে সবচেয়ে বেশি শান্তি লাগতো।

তিনি বলেন, এ রায় অবশ্যই কার্যকর করতে হবে। আমরা ন্যায় চেয়েছি। এই রায় যেন দ্রুত কার্যকর করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।