Image description
 

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা। সোমবার বিকালে রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

কর্মসূচির বিষয়ে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এ রায়ে খুশির জন্য আমরা মিষ্টি বিতরণ করছি। এটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে। কিন্তু এটুকুতেই এই আনন্দ প্রকাশ করার মতো না, আরও আনন্দিত আমরা হব তখন, যখন এই রায় বাস্তবায়ন হবে। আমরা চাই ইন্টারপোলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক খুনি হাসিনাকে নিয়ে এসে যেন ফাঁসির ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, এ রায় অনেক অপেক্ষার রায়। আমরা তো জানি শেখ হাসিনা খুনি। ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতাসহ পুরো প্রজন্মের সবাইকে যেভাবে হত্যা করেছে, সব মিলিয়ে এই রায় আসলে সবার জন্য। সেই শহীদদের পরিবারের জন্য এবং আমাদের জন্য আমরা যারা আন্দোলন করেছি। পুরো বাংলাদেশের মানুষদের জন্য।

এ ব্যাপারে জিএস সালাউদ্দিন আম্মার বলেন, এ রায় বাংলাদেশের মানুষের দীর্ঘ ১৭ বছরের নিষ্পেষিত জীবনের ফসল। এমন কোনো পরিবার আপনি দেখাতে পারবেন না, আওয়ামী পরিবার পর্যন্ত নির্যাতিত হয়েছে শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা। আমরা চাই অনতিবিলম্বে, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।