পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুকুল স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নিজ ঘরে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, নিহতের স্বামী হাফেজ হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার দুপুরের খাবার খেয়ে তিনি মসজিদে চলে যান। তখন মুকুল বেগম ঘরেই ছিলেন।
সন্ধ্যার দিকে প্রতিবেশী এক নারী তার বাড়িতে যান। দরজা খোলা দেখে ঘরে ঢোকার পর মেঝেতে রক্তাক্ত অবস্থায় মুকুল বেগমের জবাইকৃত লাশ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় কিছু বাসিন্দা ব্যক্তিগত দ্বন্দ্বের সম্ভাবনার কথা উল্লেখ করলেও পুলিশ এখনো কোনো সম্ভাব্য কারণ নিশ্চিত করতে পারেনি।