Image description

গত দুই বছরে লিবিয়া থেকে ৭ হাজার ১৭১ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি জানিয়েছেন, এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) লিবিয়ার বেনগাজিতে মা’হাদ নাজী আল-ফোনাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জানান, আগামী ১৭ নভেম্বর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন এবং ৩০ নভেম্বর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে ভোটদানের ব্যবস্থা (পোস্টাল ভোট) করতে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পর বৈধ জাতীয় পরিচয়পত্রধারী সকল প্রবাসী নিজ অবস্থান থেকেই ভোট দিতে পারবেন।’

এ সময় রাষ্ট্রদূত রেজিস্ট্রেশন, ব্যালট গ্রহণ, ভোটদান এবং ব্যালট ফেরত পাঠানোর প্রতিটি ধাপ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তিনি উপস্থিত প্রবাসীদের এই জাতীয় দায়িত্ব পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

লিবিয়ায় ই-পাসপোর্ট সিস্টেম চালুর অগ্রগতিও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি জানান, ই-পাসপোর্টের সকল যন্ত্রপাতি ইতোমধ্যে দূতাবাসে পৌঁছেছে এবং বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিম এলেই কার্যক্রম শুরু হবে। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে, বিশেষত যাদের পাসপোর্ট হারিয়েছে বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষের পথে— তাদের আবেদন আগে গ্রহণ করা হবে।

প্রবাসীদের নিরাপত্তা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ এবং বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠানো নিয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রদূত। তিনি হুন্ডি পরিহারের পরামর্শ দিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করেন।