খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিনা অনুমতিতে পার্বত্য অঞ্চলে প্রবেশের অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের চারতলা ভবনের শীর্ষ তলা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চীনা পাসপোর্টধারী জিয়াং ছেংথং ও টেং তংগু। তাদের কাছ থেকে ল্যাপটপসহ বেশ কয়েকটি প্রযুক্তিগত ডিভাইস জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত ‘অবর্না ক্ল্যাসিক’ নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে আসেন। পরে কোনো বৈধ নথি ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করে ইলিয়াছ হোসেনের ভবনটি ভাড়া নেন। বাড়ির মালিককে তারা জানান, সেখানে ইলেকট্রনিক সামগ্রীর গুদাম করা হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, দুই চীনা নাগরিক পার্বত্য চট্টগ্রামে প্রবেশের নীতি অমান্য করে রামগড়ে প্রবেশ করেছেন। চট্টগ্রাম থেকে আসা বিটিআরসির প্রতিনিধি ও পুলিশ যৌথভাবে তাদের ভাড়া বাসায় অভিযান চালাচ্ছে। তাদের কাছে থাকা ডিভাইস সম্পর্কে তদন্ত করা হবে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আটক দুই নাগরিক দেড় মাস আগে বাংলাদেশে এসে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে প্রবেশের আগে বিদেশি নাগরিকদের অনুমতি নিতে হয়। কিন্তু আটক চীনা নাগরিকদের কাছে কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি।