ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি গর্ভবতী গাভীসহ পরিবারের সর্বস্ব ধ্বংস হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোটপাটকান্দি গ্রামের রাজু মোল্লার ছেলে নুরুল ইসলাম ও নুরুজ্জামানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার সময় ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ও বালির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে পরিবারের আসবাবপত্র, কাপড়-চোপড়, নগদ টাকা-পয়সা, একটি গর্ভবতী গাভী ও চারটি ছাগল পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, “আগুনে পরিবারটি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। মানবিক সহায়তা অত্যন্ত প্রয়োজন।”
এ বিষয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়িতে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।