কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা ও পৌরসভা শাখা।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকালে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে করেছে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের উত্তর পাশে ডাইরেক্ট বাসস্টান্ডে এসে পথ সভায় মিলিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান। বক্তারা, আওয়ামী লীগকে হুশিয়ারী দিয়ে বলেন, জনগণের সাথে ফাসিবাদী আচরণ করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। জুলাই আন্দোলনে আপনাদের গণহত্যার কথা আপনারা ভুলে গেলেও ভুক্তভোগী জনগণ ভুলেনি। নতুন করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা ভুলেও করবেন না, তাহলে তীব্র জনরোষ থেকে আওয়ামী লীগের কেউ রক্ষা পাবেনা।
মিছিল ও পথসভায় ছাত্রশিবিরের চরফ্যাশন উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম, পৌর সভাপতি হাফেজ হাসানুল বান্না,পৌর সেক্রেটারী মো: সাজিদ সহ কয়েকশ নেতা কর্মী অংশ নেয়।