যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা প্রায় ১০০ একর জমিসহ বিভিন্ন স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করতে বলা হয়েছে ৪৫টি ব্যাংক হিসাব।
রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক আল-আমিন। কাজী নাবিলের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, নাবিল আহমেদের নামে পঞ্চগড় ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ৯৯ দশমিক ২,১৯১ একর জমি আছে। ঢাকায় ১১ একর জমিতে ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ, ১৯৫ শতাংশ জমি ও একটি প্লট আছে। এসব স্থাবর সম্পদের দলিলমূল্য দেখানো হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা। জব্দের আদেশ দেওয়া অস্থাবর সম্পত্তির মূল্য ২২ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা।
আবেদনে দুদক উল্লেখ করেছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখেন কাজী নাবিল। তাঁর নিজের ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৪৫টি হিসাবে ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।