Image description
 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে জোরেশোরেই প্রচারণায় নেমেছিলেন কণ্ঠশিল্পী মনির খান। সাবেক এই জাসাসের কেন্দ্রীয় নেতা ধানের শীষের পক্ষে চষে বেড়িয়েছেন ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) গ্রামগঞ্জ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও ছিলেন সরব। এ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

 

সোমবার বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। সেখানে ঝিনাইদহ-৩ আসনে বাদ পড়েছেন মনির খান। কিন্তু মনোনয়ন না পেয়েও মনির খান এখনও আছেন ভোটের মাঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন। মনির খানের সেই স্ট্যাটাস ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে।

 

মনির খান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে সে যাত্রায় মনোনয়ন না পেয়ে অভিমানে দল থেকে পদত্যাগ করেন সাবেক এই জাসাস নেতা। এরপর গড়িয়েছে ৭ বছর। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ধানের শীষের হাল ধরতে নেমে পড়েন মহেশপুর-কোটচাঁদপুর জনপদে। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি।

 

বিএনপি এই আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে। ঘোষণার পরপরই মনির খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভ কামনা রইলো। মনির খানের ওই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা ছড়িয়ে পড়ে ঝিনাইদহ-৩ নির্বাচনি এলাকার সাধারণ ভোটারদের মাঝেও। ভোটারদের দাবি, মনির খান নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় নামলে একটা ভিন্ন আলোড়ন সৃষ্টি হবে। সেই উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে মহেশপুর-কোটচাঁদপুরে।