Image description
 

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি কার্যালয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জানতে চাইলে সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, সিডিউল সাক্ষাৎ। বেশ কিছু বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর বক্তব্য তুলে ধরা হবে। সাক্ষাৎ শেষে মিডিয়া ব্রিফ করা হবে।

শীর্ষনিউজ