Image description

টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় তায়েবা সুলতানা মেধা (১৬) নামে এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনব কায়দায় পর্নো ভিডিও বানিয়ে অন্য মেয়েদের ব্লাকমেইল করত মেধা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাতে ভূঞাপুর পৌর শহরের পূর্ব ভূঞাপুর নিজ বসতবাড়ি থেকে মেধাকে গ্রেপ্তার করে পুলিশ।তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম।

 
মেধা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পিতা স্কুল শিক্ষক আব্দুল খালেক।

 
মামলা সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে পৌর শহরের কয়েকটি পরিবারের মেয়েদের ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও চিত্র বানিয়ে ফেসবুক ও মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে প্রচার করত স্কুলছাত্রী মেধা। এ ছাড়াও ব্লাকমেইল করে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ টাকা দাবি করত সে। অন্যথায় আরও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের হুমকি দিত মেধা।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম কালবেলাকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্ট যাচাই করে গত রোববার রাতে কিশোরী মেধাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।