 
              কর্মক্ষেত্রে দীর্ঘ ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত থাকলেও, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে গত ১৯ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কার্যকর ধরা হয়েছে ১৯ আগস্ট ২০২৪ থেকে।
তবে বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
শীর্ষনিউজ
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 