Image description
 

চুয়াডাঙ্গা শহরের হাজরাহাটি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছেলের আকস্মিক মৃত্যু সহ্য করতে না পেরে মা আত্মহত্যার চেষ্টা করেন রেললাইনে শুয়ে। তবে ট্রেনচালকের তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

 

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেদিন সকালে স্ট্রোকে মারা যান। 

 

ছেলের মৃত্যু সংবাদে তার মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং রেলস্টেশনের কাছে কদমতলায় চলে যান।

 

এসময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার পর অল্প দূরেই চালক দেখতে পান এক নারী রেললাইনের ওপর শুয়ে আছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ট্রেন থামিয়ে দেন। স্থানীয়রা ছুটে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।

উদ্ধারের পর ছকিনা খাতুন বলেন, “আমার ছেলে আজ সকালে মারা গেছে। তাকে ছাড়া এই দুনিয়ায় বেঁচে থাকার মানে নেই। তাই আমি রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু লোকজন এসে টেনে নিয়ে গেছে।”

চুয়াডাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক জগদীশ কুমার জানান, “ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রেনচালক এবং আশপাশের মানুষ মিলে নারীটিকে বাঁচান। পরে জানা যায়, তিনি ছেলের মৃত্যুশোকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”