Image description

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, কওমি-সুন্নি বিরোধ নেই; সবার ইমান আকিদা এক। কওমি ও সুন্নিদের মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন রচনা হলে বাতিলপন্থিরা আর কোথাও জায়গা পাবে না। মুসলমানদের একতাবদ্ধ হওয়া এখন আরও জরুরি।  

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীন হেফাজতে আমিরের সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। 

এ সময় হেফাজত আমির ইমান, আকিদা ও দেশ রক্ষায় প্রত্যেক মুসলমানদের ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে দেশ-জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

হেফাজত আমির বলেন, ইসলামের হেফাজতের জন্যই হেফাজতে ইসলামের জন্ম। ইমান আকিদা রক্ষায় কওমি-সুন্নিসহ সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখছি, কওমি ও সুন্নিদের মধ্যে কিছু শাখা-প্রশাখা নিয়ে ছোটখাটো মতপার্থক্য থাকলেও, ইমান-আকিদার প্রশ্নে সবারই একই মত ও পথ। কাজেই বাতিল ফিতনার বিরুদ্ধে হকপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সাক্ষাৎকালে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল এসরারুল হক, মাওলানা মোবাশ্বের হোসেন নাঈম, চট্টগ্রাম অঞ্চল জমিয়াতুল মোদার্রেছীনের সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ, ড. মহিউল হক, প্রিন্সিপাল রিদুয়ানুল হক হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।