Image description
 

পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) কলকাতা থেকে একটি ফ্লাইট অবতরণ করে চীনের গুয়াংডং প্রদেশে।

এর আগে, করোনা মহামারী ভয়াবহ রুপ নিলে দেশ দু'টির মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর আর দুই দেশের মধ্যে এয়ার ফ্লাইট চালু হয়নি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের শুল্কারোপের জেরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। এই সুযোগে নয়াদিল্লি ও চীনের ঘনিষ্ঠতা বাড়ছে। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বেশ তৎপর দেশ দু'টি।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরেও গিয়েছেন।

শীর্ষনিউজ