গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। এর আগে তিনি এই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেশের জন্য কার্যকর ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে।
জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাশ করেন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ২০১৫ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৯৯ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী, ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সেই বছরের ডিসেম্বর মাসে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে তিনি ২৫ অক্টোবর ২০২৫ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।
চাকরিরত অবস্থায় তিনি দেশ-বিদেশে বিভিন্ন স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া তিনি ভারত, নেপাল, অস্ট্রেলিয়া ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশে সেমিনার ও ভ্রমণ করেছেন। বিদেশে থাকাকালীন তিনি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণসহ প্রকিউরমেন্ট ও অন্যান্য নির্মাণ কাজে অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)-এর আজীবন ফেলো। চাকরি ছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।