Image description
 

গাজীপুরের শ্রীপুরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন।

 

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহকের কয়েকটি পয়েন্টে অবরোধ করে।

 

পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

 

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা এলাকায়। আন্দোলনরত শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ হস্তক্ষেপ করে।

 

কারখানার শ্রমিক সামসুন্নাহার বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৩ তারিখ কারখানার প্রায় সব শ্রমিক আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা এসে বেতন পরিশোধের আশ্বাসে আন্দোলন বন্ধ করেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার থেকে পুরোদমে কারখানা চালু হবে। কিন্তু গত সোমবার কর্মস্থলে এসে দেখি মূল ফটকের সামনে কারখানা বন্ধের অনির্দিষ্টকালের নোটিশ।

 

পুলিশ আমাদের আশ্বাস দেয় যে ২৮ অক্টোবর মঙ্গলবার ১০টার দিকে কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে। কিন্তু কারখানা ফটকের সামনে এসে দেখি কারখানা বন্ধের নোটিশ। এরপরই শ্রমিকেরা রাস্তায় নামে। রাস্তায় নামার পরপরই পুলিশ এসে কোনো কথা না বলে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।’

 

অন্য শ্রমিক সুমন বলেন, ‘বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি শ্রমিকদের সঙ্গে অন্যায়।’

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ‘২৩ অক্টোবর বেতন দাবির সময় শ্রমিকরা কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করে। তাই মালিকপক্ষের সিদ্ধান্তে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’

শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন কিন্তু পরে মহাসড়ক অবরোধ করায় আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি। তবু তারা দফায় দফায় রাস্তায় নামছেন।’