Image description
 

সিরাজগঞ্জের তাড়াশে বিকাশ দোকানে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে রানা আহমেদ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

 

সোমবার বিকেলে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক রানা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল মোমেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা হাসপাতালের প্রধান ফটকের সামনে বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামের দোকানে প্রবেশ করে রানা আহমেদ। হাতে থাকা পিস্তল সদৃশ বস্তু উঁচিয়ে চাঁদা দাবি করলে আশপাশের দোকানদার ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

 

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, তার হাতে থাকা পিস্তলটি আসলে একটি গ্যাস লাইটার।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক কিছুটা মানসিকভাবে অসুস্থ। স্থানীয়দের মানবিক বিবেচনায় ঘটনাটি মীমাংসা করা হয়েছে।