চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের থানামহিরা গ্রামের প্রতাপ দাশের পুত্র।
রবিবার রাত ৩টার দিকে মেহেদীবাগের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সময় রাজনৈতিক মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রদীপ দাশ। গোয়েন্দা পুলিশ মেহেদীবাগ এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে।