রাজশাহীতে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে অ্যালকোহলযুক্ত মাদক বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. কোরবান আলী (৪০) ও মোকছেদ (৫৫)। তাদের দুজনের বাড়ি পবা উপজেলায়।
রোববার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে র্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল জানতে পারে যে- রাজশাহী মহানগরীর পবা থানাধীন কয়ড়া এলাকায় কিছু ব্যক্তি নিয়মিত হোমিওপ্যাথিক ওষুধের নামে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।
অভিযানে ওষুধের বাক্সে লুকানো কার্টন তল্লাশি করে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল (মোট ১০ দশমিক ৮ লিটার), একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ধরনের অ্যালকোহলযুক্ত মাদক সেবনের কারণে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।