দুবাইগামী এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। বিমানের ভেতরে পাওয়া একটি তেলাপোকাকে নাকি ‘ফাঁসিতে ঝুলিয়ে’ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে—এমনটাই লেখা হয়েছে ফ্লাইটের সরকারি লগবুকে! বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের ঝড় উঠেছে।
ঘটনাটি ঘটে ২৪ অক্টোবর। জানা গেছে, দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে বিমানের ১৭–জি সিটে বসে থাকা এক যাত্রী প্রথম তেলাপোকাটিকে দেখতে পান। তিনি বিষয়টি ফ্লাইট অ্যাটেনডেন্টদের জানান। পরে এক এয়ারহস্টেস সেটি ধরে ফেলেন এবং ফ্লাইট অবতরণের পর ঘটনাটি লগবুকে লিপিবদ্ধ করেন।
তাতে যা লিখেছেন, সেটিই ভাইরালের মূল কারণ। লগবুকে তিনি ইংরেজিতে লেখেন— “Cockroach found alive by guest—cockroach hanged to until death.” অর্থাৎ, ‘একজন যাত্রীর মাধ্যমে একটি তেলাপোকা জীবিত অবস্থায় ধরা পড়ে—এটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’
বিমান সংস্থার অভ্যন্তরীণ কোনো কর্মী লগবুকের সেই অংশের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
এ ঘটনার পর নেটিজেনরা মজার মজার মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “বিমানে কি এখন ফাঁসিকাঠও রাখা হয়?” আবার কেউ বলছেন, “এক চপেটাঘাতেই কাজ শেষ করা যেত, ফাঁসি দেওয়ার দরকার কী ছিল!”
তবে এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, এটি নিছকই একটি রসবোধপূর্ণ ভুল। প্রকৃত অর্থে ‘ফাঁসি’ নয়, বরং তেলাপোকাটিকে সাধারণ উপায়ে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ক্রু সদস্য ইংরেজিতে অতিরিক্ত নাটকীয় ভঙ্গিতে মন্তব্যটি লিখে ফেলেন।
এর মধ্যেই অনেকেই আবার স্বাস্থ্যগত দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন—যাত্রীবাহী বিমানে তেলাপোকার উপস্থিতি কতটা নিরাপদ।