Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, এবং বিভিন্ন মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে বৈঠকে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনায় রয়েছে:

১. দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও দখলবাজি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
২. জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা এবং উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে পদক্ষেপ।
৩. নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে আইনগত ও সামাজিক সচেতনতা জোরদার।
৪. মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর অভিযান।
৫. শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা দমন।
৬. গার্মেন্টস ও অন্যান্য শিল্পখাতে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ।
৭. শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা প্রতিরোধ।
৮. অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা।
৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা।
১০. রোহিঙ্গা শিবিরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনা।
১১. মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে করণীয় নির্ধারণ।

বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে যেকোনো ধরনের সহিংসতা, সাইবার গুজব বা অপপ্রচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের তৎপরতা আরও জোরদার করা হবে।

শীর্ষনিউজ