Image description

রাজধানীর বংশালে আগামসি লেন এলাকার একটি বাসায় মো. সজিব (১৯) নামে এক তরুণকে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বাবার দাবি ‘প্রেম সংক্রান্ত’ কারণে তাকে হত্যা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই তরুণ আগামসি লেনের ১৭ নম্বর বাসার বাসিন্দা।

নিহত সজিবের বাবা তাজ উদ্দীন বলেন, ‘আমার ছেলে আগামসি লেনের বাসার একটি মেয়েকে ভালোবাসতো। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আমার ছেলেকে ওই মেয়ে ফোন দেয়। ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায় সে। পরে ওই মেয়ের মামা আমার ছেলেকে মারধর করে। এরপর জিআই তার গলা ও হাতে পেঁচিয়ে বেঁধে রেখে নির্যাতন করেন। বংশাল থানায় খবর দিলে পুলিশ ওই বাসা থেকে বিকাল সাড়ে ৫ টার দিকে আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে সজীব মারা যায়। কিন্তু পুলিশ আমাদেরকে জানায় সজিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

বংশাল থানার এস আই মো. দুলাল মিয়া বলেন, ‘আগামসি লেনের একটি বাসা থেকে থেকে সজীব নামের এক তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’