Image description

হল সংসদ এবং ডাকসুর অতীতের সব ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দেওয়া এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মাদকমুক্ত করাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এ কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের।

গতকাল (শনিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপগুলোতে এ ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণা করে এবি যুবায়ের ফেসবুকে লেখেন, আগামীকাল (রবিবার) দুপুর ২ টায় রেজিস্ট্রার ভবন ঘেরাও এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সব হল থেকে মিছিল নিয়ে দুপুর ২টায় রেজিস্ট্রার ভবনে আসার অনুরোধ।

তিনি লেখেন, আমাদের তিন দফা দাবি রয়েছে। সেগুলো হল- হল সংসদ এবং ডাকসুর অতীতের সকল ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দিতে হবে এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মাদকমুক্ত করতে হবে এবং এরসাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

এছাড়া, ৩রা আগস্ট, ২০২৪ খুনী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সকল ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।