প্রায় ১১ বছর আগের ঘটনায় করা রাজনৈতিক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও সাংবাদিক শাহ আলম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম (৫৫) উপজেলার চকরহিমাপুর গ্রামের বাসিন্দা। তিনি ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের একান্ত আস্থাভাজন আওয়ামী লীগ কর্মী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর মামলার তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
পুলিশ জানায়, ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনার ১১ বছর পর চলতি বছর ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এতে সাংবাদিক শাহ আলমসহ আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।
এদিকে সাংবাদিক শাহ আলমের গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশের সঙ্গে সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তারা তদন্ত সাপেক্ষে তার মুক্তির দাবি জানান।