Image description
 

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় মো. বাদশা মিয়া নামে এক যুবদল কর্মী গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার বাদশা ওই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই মামলার এজাহারনামীয় ২নং আসামি ও জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

 
 

এর আগে বুধবার (২২ অক্টোবর) ঢাকার লালবাগ থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও ১০ এর একটি যৌথ আভিযানিক দল।

 

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত আমার দেশকে বলেন, ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তারকৃত বাদশা ইতিপূর্বে যুবলীগ কর‌তো। জায়লস্কর ইউনিয়ন যুবলী‌গের সেক্রেটারি জ‌হিরের এক‌নিষ্ট কর্মী ছিল। এলাকায় মাদক, চু‌রি, ডাকা‌তিসহ অসংখ্যা অপরাধের স‌ঙ্গে জ‌ড়িত ছিল। ছাব্বিশের ৫ আগ‌স্টের পর নি‌জে‌কে যুবদল নেতা প‌রিচয় দি‌য়ে আবা‌রো চু‌রি, ডাকা‌তি, ছিনতাই শুরু ক‌রে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন যুবদলের আরেক নেতা জানান, ছাব্বিশে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন গাজী ও জায়লস্কর ইউনিয়‌ন যুবদল নেতা আশরাফু‌লের আশ্রয়ে থেকে যুবদল নেতার পরিচয়ে পূর্বের সকল অপকর্মে জড়িয়ে যায় বাদশা।

 

র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া)র পক্ষে সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের নিমিত্তে তাকে ঢাকা মাহনগরীর যাত্রাবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।