Image description
 

পৃথিবীতে শান্তির জন্য নোবেল দেওয়া হয় কিন্তু অশান্তির জন্য যদি নোবেল দেওয়া হতো তবে তার প্রাপ্য হতো এ সরকার আর তাদের উপদেষ্টারা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে দাবি করে তিনি বলেন, সারাদেশে প্রতিমাসে খুনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন একটি গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। প্রতিদিন মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মহীন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। দেশ আজ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছু কিছু এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

 
 

এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এই অভিযোগ তুলে তিনি বলেন, যেহেতু আপনারা নিরপেক্ষ নন তাই একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশকে দিয়ে বিদায় হোন।

 

দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য একটি স্থিতিশীল সরকার প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা মাঠে নামব, কিন্তু পাতানো খেলার নির্বাচন হতে দেব না। যত দ্রুত সম্ভব এই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশের নিবন্ধিত ৫৫টি দলের মধ্যে মাত্র ২৫টি দলকে ঐকমত্য কমিশন ডেকেছে। বাকি অর্ধেকেরও বেশি দলকে কেন এবং কোনো ক্রাইটেরিয়াতে এসব নিবন্ধিত দলগুলো বাদ রেখেছ? এই সরকার সম্পূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছে। এই অবস্থায় যেহেতু আমাদের সংবিধানে কোনো গণভোটের অপশন নেই তাই এই মুহূর্তে গণভোট করা হবে অসাংবিধানিক। যদি জাতির প্রয়োজনে গণভোটের প্রয়োজন হয় তবে তা অবশ্যই সংসদে পাস করেই করা যেতে পারে।