Image description
 

নাটোরের শীর্ষ সন্ত্রাসী মোঃ কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোঃ রাসেলকে এমপি শিমুল পরিচয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতের একটি মোবাইল নম্বর থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এই হুমকি আসে বলে জানা গেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জেলার নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

নাটোর থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় নম্বর +৯১৯১৭০৪৪২৩৭৭৬৯ থেকে জেলার শেখ মোঃ রাসেলের হোয়াটসঅ্যাপে কল আসে। কলদাতা নিজেকে নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন।

কথোপকথনের এক পর্যায়ে কলদাতা জেলারকে বলেন, নাটোরের শীর্ষ সন্ত্রাসী কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাবেন। জামিনের কাগজপত্র নাটোর কারাগারে পৌঁছালে আপনি যেন কাউকে কিছু না জানান।

 

ওইদিন রাতেও একই নম্বর থেকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে একই বিষয়ে হুমকি দেওয়া হয়।

 

জানা গেছে, হত্যা মামলাসহ অন্তত ১০টি মামলার আসামি কোয়েলকে ১৫ দিন আগে অন্য মামলায় হাজিরার জন্য নাটোর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে পুনরায় আটক করে।

এ ঘটনার পরপরই বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯ মিনিটে একই নম্বর থেকে জেলার শেখ মোঃ রাসেলের হোয়াটসঅ্যাপে দুটি বার্তা পাঠানো হয়। প্রথম বার্তায় লেখা ছিল– আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন— আপনার বৌসহ আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন, সেটা ঠিক করে রাখবেন।

দ্বিতীয় বার্তায় বলা হয়–আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে জেলার শেখ মোঃ রাসেল বলেন, আমি কোনো হুমকিতে ভয় পাইনি। তবে নিয়ম অনুযায়ী এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় জিডি করেছি।

নাটোর থানার ডিউটি অফিসার সালমা খাতুন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, জেলার শেখ মোঃ রাসেল একটি জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার পর নাটোর কারাগার ও প্রশাসন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।