Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসাইনের হত্যার মামলায় অভিযুক্ত তিন আসামি জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জুয়েল রানা এবং মাসুম মিয়ার আদালত তাদের বিবৃতি নেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী (পিপি) ওমর ফারুক ফারুকি তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন জুবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), তার প্রেমিক মো. মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আয়লান (২০)। এ ছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

পিপি ওমর ফারুক ফারুকি জানান, অভিযুক্তরা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বন্ধু প্রীতম চন্দ্র দাস আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিবৃতি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী ইস্তিয়াক হোসেন জিপু বলেন, অভিযুক্তরা ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত এখন তাদের বিবৃতির ভিত্তিতে আদেশ দিতে পারে। ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি পরিচালনা করা হবে।

এর আগে আজ সকালে বর্ষাসহ তিন আসামিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। দুপুরে তাদের কঠোর নিরাপত্তায় আদালতে উঠানো হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোবায়েদ হত্যার বিচার চেয়ে আসামিদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।