Image description

লক্ষ্মীপুরের কমলনগরে কিশোর গ্যাংয়ের মূল হোতা মো. ইয়ামিন(২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার মো.শাহজানের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও কমলনগর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

 

‎জানা যায়,  ইয়ামিন দীর্ঘদিন থেকে তোরাবগঞ্জ এলাকায় বখাটে কিছু ছেলেদের নিয়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বারবার আলোচনা হলে টনক নড়ে প্রশাসনের। 

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে দ্রুত আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে তিনি আরো বলেন।