
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। আগামীকাল (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
ড. কর্নেল অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মগবাজারের গুলফেসা টাওয়ারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ পার্টির সিনিয়র নেতারাও এতে উপস্থিত থাকবেন।