
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একে একে প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে নির্বাচনে সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চারটি কারণ সামনে এনেছে সংস্থাটি।
ইসির নির্বাচন উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনাও হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী ড্রোন ব্যবহার নিষিদ্ধ করার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি হলো, গোপনীয়তা লঙ্ঘন হতে পারে। ড্রোনের মাধ্যমে ব্যক্তিগত স্থান, অফিস, ভোটকক্ষ নজরদারির মাধ্যমে ভোটারের গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা রয়েছে।
দ্বিতীয়টি হলো, অননুমোদিত ড্রোনগুলো বিপজ্জনক বস্তু বা বিস্ফোরক বহন করতে পারে। যা নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে।
আইন ও বিধি লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। কেননা, দেখা গেছে ড্রোন ব্যবহারের জন্য যে নিয়ম ও বিধি রয়েছে, তা অনেকেই অনুসরণ করেন না।
এছাড়া ড্রোন ব্যবহারের মাধ্যমে ভোটারের ভোটদানের ছবি বা ভিডিও ধারণ করে তা অপব্যবহার করতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে নির্বাচনের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে জেলা-উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে নিরাপত্তা বিধান জরুরি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিস্তারিত আলোচনা করে ভোটকেন্দ্রে ও নির্বাচনি এলাকায় ফোর্স মোতায়েনসহ এ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হবে। সাথেই নির্বাচনপূর্ব ও নির্বাচন পরবর্তী সময়ে বহিরাগত প্রভাবশালী ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।